
বিএইচআরসি’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদারের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ১০ জানুয়ারি বিকাল ৩ টায় দামপাড়াস্থ আব্দুল গফ্ফার চৌধুরী অডিটরিয়াম হলে সংগঠনের সভাপতি ও গভর্ণর
লায়ন সিতারা গফ্ফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দীনের পরিচালনায় চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরসি’র ডেপুটি গভর্ণর আমিনুল হক বাবু ও শহীদুল কাদের চৌধুরী রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার’র উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা নাসরিন ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ সালামত আলী, সিনিয়র সহ-সভাপতি নাইমুল কাদের
চৌধুরী হিমেল, সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল হাকিম, সায়মা হক, আব্দুল্লাহ আল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসাইন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন খান, ইঞ্জিনিয়ার মনির হোসাইন, প্রধান সমন্বয় সহকারী মোঃ নেহাল আজম সোহেল, ইকবাল আহমদ, কাজী মোঃ সাইফুল আজম, এড. নাসির উদ্দিন রনি, এড. নাসরিন আক্তার চৌং, মোঃ জসিম উদ্দিন, রোটারেক্টর মোঃ ইমতিয়াজ আহমেদ, সোহেল আহমদ প্রমুখ।