কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বক্তারা সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠাই হোক শিক্ষা জীবনের লক্ষ্য কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মো: আবুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। শিক্ষক শুভাশীষ নাথের সঞালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লোক সংগীত শিল্পী লুপুর্ণা মুৎসুদ্দী, জমিউল হুদা সোহেল, কবি আসিফ ইকবাল, দিদারুল আলম রিপন, নঈম উদ্দিন, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, শিক্ষার্থী উম্মে হাবিবা, উর্মিলা দত্ত, সাইরিন আক্তার, মুমু চৌধুরী, অর্পিতা চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন লুপর্ণা মুৎসুদ্দী, অর্পা সেন, পূর্ণা চৌধুরী, অথৈ চৌধুরী, অর্পিতা চৌধুরী, পুষ্পিতা চৌধুরী, রাজশ্রী চৌধুরী। সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হওয়ার আহ্বান জানান।দেশ সেবায় নিজেকে যথার্থভাবে নিয়োজিত করাই হোক শিক্ষার অর্জন।
তিনি বলেন ভালো ফলাফলের কোন বিকল্প নেই। কেননা উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো কলেজে পড়ালেখার সুযোগ পাবে। তিনি আরো বলেন, ভালো ফলাফলের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ভালো মানুষ তথা মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে আগামী দিনের জীবন মানে আরো সাফল্য কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদেরকে ভবিষ্যত জীবনে ভূমিকা রাখার আহ্বান জানান। সভার শুরুতে প্রধান অতিথি মুজিববর্ষ তথা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।