বাঁশখালী উপকুলীয় ইউনিয়ন কাথারিয়া চুনতি বাজার জলকদর খালে আজ বুধবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া হযরত মালেক শাহ হুজুরের বার্ষিক ওরশ ও মাহফিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, ট্রলারটি রওনা হওয়ার কিছুক্ষণ পরেই (অতিরিক্ত যাত্রী নেওয়ার কারনে) ট্রলারটি উল্টে যাত্রীরা জলকর খালে পড়ে যায়, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক জন মারা যায় ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।
নিহত আবদুল মালেক (৪৬) পূর্ব রায়ছটা গ্রামের তজ্জর বর বাড়ির মৃত মোহাম্মদ ইদ্রিসের বড় ছেলে। ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় মোঃ আক্কাস (২৮) কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কাথারিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের রুকুনুজ্জামানের পুত্র। এ ঘটনায় বাঁশখালীতে শোকের মাতন সৃষ্টি হয়েছে।