স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর এই ভাষণ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হবে।
এর আগে ২৩ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।বিশ্বজুড়ে করোনাভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে তা প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে, সে কথা কাদেরও সেদিন বলেন।সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমাদের এখানে এখন মাথা গরম করে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে হবে এবং কখন কী করতে হবে…
সকলের কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন।”
বিশ্বজুড়ে এই সঙ্কটে দেশের দরিদ্র মানুষের পাশাপাশি অর্থ-বাণিজ্যের খাত যে বিপর্যস্ত অবস্থায় পড়েছে, তা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর ভাষণে দিক নির্দেশনা থাকতে পারে এবং আর্থিক সহায়তার ঘোষণা আসতে পারে বলে সরকারের উচ্চ পর্যায় থেকে ধারণা পেয়েছে
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে বিশ্বের ১৭০ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজারে পৌঁছেছে; আক্রান্ত হয়েছে প্রায় সোয়া চার লাখ মানুষ। আর বাংলাদেশে সরকারি হিসাবে এ পর্যন্ত ৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যাদের পাঁচজন ইতোমধ্যে মারা গেছেন।
বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশে অতি সংক্রামক এই ব্যাধি বাংলাদেশে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে কী পরিণতি ঘটবে- তা নিয়ে সবার মধ্যে রয়েছে উদ্বেগ-আতঙ্ক। জনসমাগমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়ে বলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এসেছিল আগেই।আক্রান্তের সংখ্যা ত্রিশ ছাড়িয়ে যাওয়ার পর সোমবার সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করে।