মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
টানা ১০দিন ছুটির ফাঁদে পড়ে কার্যতঃ অরিক্ষত হয়ে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তা ছুটিতে থাকায় চোরের উৎপাত বেড়ে গেছে বন্দরে ।গতকাল রাতে বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পন্যচালান সহ ভারতীয় একটি ট্রাক চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোর চর্ক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১২টার সময় বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালের সামনে থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন, যশোর খয়েরতলা এলাকার সরোয়ার হোসেনের ছেলে শাকিল(১৬) ও বেনাপোলের বড়আচড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে সোহাগ(২০)।বন্দরের নিরাপত্তা কর্মী কমিউনিটি পুলিশের কমান্ডার আকবার হোসেন জানায়, করোনা ভাইরাসের কারণে বন্দরে ট্রাক রেখে ভারতে চলে যায় চালকরা।
চোর চক্রের সদস্যরা গোঁপনে সে খবর পেয়ে বন্দর থেকে ট্রাকটি বের করে পালানোর চেষ্টা করে। এসময় বন্দরের নিরাপত্তায় নিয়োজিত কমিউনিটি পুলিশ সদস্যদের সন্দেহ হলে সুতার ট্রাকটিসহ তাদের দুই জনকে আটক করে পুলিশে দেয়। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, টানা ১০দিন স্থলবন্দর বন্ধ রযেছে। একারনে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ রেখে চলেছি। উদ্ধারকৃত পন্যসহ ভারতীয় ট্রাক ও চোর চক্রের দুই সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।