সাইফুদ্দিন রমিজ-এবিটিভিঃ
৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর। নির্দেশনায় পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর, উদ্যোগে ৩০০ মানুষের মাঝে দুপুরের খাওয়ার বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ৩০০ শ্রমজীবিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আজ সোমবার দিনব্যাপী ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে কয়েকটি পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিতরণ করা হয়। এসময়, নগর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে।
এবিটিভিকে বলেন, মানবসেবা মহৎ কাজ,আমরা মানব জাতি হিসেবে নিজ নিজ সামর্থনুযায়ী যে সকল দিন মজুর বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।
একই বার্তায় তিনি সকল বিত্তবান ও প্রতিষ্ঠানকে এই মহামারীর সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন টিটু,ইশতিয়াক মনি,তৈহিদুল আলম সৈকত,কামাল উদ্দিন টিপু, জাহেদ করিম রিমন,আবু তাহের,নাদিম সানি,উজ্জ্বল হোসেন,মোঃ রফিক,তানভীর ইসলাম,আদনান হাবিব,আজমল হায়দার,মোঃ সাজু,মনিরুল হক সৌরভ প্রমূখ।