
সমগ্র বিশ্ব আজ”করোনা ভাইরাস”নামক মহামারিতে কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষ চরম উৎকন্ঠা-উদ্বেগের মধ্যে সময় অতিবাহিত করছে। করোনা নামক ঘাতক মরনাস্ত্রে গোটা বিশ্ব আজ স্তব্ধ। বন্ধ হয়েছে জল স্থল অভ্যন্তরীণ ও মহাকাশে যোগাযোগ ব্যবস্থা। অচল হয়ে পড়েছে উন্নয়ন, ও অগ্রগতির চাকা। বিশ্বে পরাক্রমশালী রাষ্ট্রসমূহ ও সকল আবিস্কার একটা ক্ষুদ্র জীবাণুর কাছে আজ অসহায়, মানুষ বিধাতার বিধানকে ভুলে চরম অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, শোষন নিপীড়ন ও হত্যার মত অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে মহান আল্লাহ পাক ধ্বংসলীলার মাধ্যমে মানুষের হেদায়েতের জন্য প্রকৃতির ভারসাম্যতা রক্ষা করেন। “করোনা ভাইরাস” তারই একটি আলামত মাত্র।
মহান বিধাতার নিকট সকল অতীত কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা, মহান ¯্রষ্টার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এর মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। জাতির এই দুর্যোগময় মুহুর্তে সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি মান্য করার মাধ্যমেই এই মহামারী থেকে পরিত্রান পাওয়া সম্ভব। এই চরম ক্রান্তিকালে প্রত্যেকের উচিত ধৈর্য এবং সাহসিকতার সহিত নিজ নিজ নিরাপত্তা বজায় রেখে মধ্যবিত্ত, অসহায়, দিন মঞ্জুর, শ্রমিক, রিকশা চালক ও বস্তিবাসীর প্রতি সাহায্য সহানুভূতি, সহায়তা প্রদান করা, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই স্ব স্ব অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে দারিদ্র মানুষের পাশে থাকা উচিত।
১ এপ্রিল, বুধবার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার পক্ষ থেকে মহামারী করোনো ভাইরাস উপলক্ষে অসহায় ও পরিস্থিতির শিকারকারী সম্মানিত ব্যক্তিদের মাঝে এ্যাণ সামগ্রী বিতরণ কালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী উপরোক্ত কথা মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা, মাওলানা সিরাজুল ইসলাম আল-কাদেরী, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আল-কাদেরী, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ বদিউল আলম, দপ্তর সম্পাদক ইকবাল, মাওলানা আবদুল্লাহ আল আজিজ নুর, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম সওদাগর, জাকের হেসেন সওদাগর, হাফেজ জাবেদ, নাফিজ, আতিক প্রমূখ।