ছাতক প্রতিনিধি:
ছাতকে সংবাদ সংগ্রহে বাঁধা প্রদানসহ সাংবাদিকের সাথে অশালিন আচরণের অভিযোগ উঠেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুধবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে যান দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হেলাল আহমদ। এসময় তিনি বাজার ঘুরে সাধারণ ক্রেতাদের থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে সংবাদ সংগ্রহে বাঁধা দেন বাজারের শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি, সিংচাপইড় গ্রামের মৃত লাল হাজীর পুত্র খলিলুর রহমান। এসময় সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়া, সাংবাদিকের সাথে বাক-বিতন্ডাসহ অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্চিত করেন খলিলুর রহমান।
পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সংবাদ সংগ্রহ না করেই সাংবাদিক হেলাল ঘটনাস্থল থেকে ফিরে আসেন।এঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মুহুর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলসহ সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।এদিকে, সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান ও সাংবাদিকের সাথে অশালিন আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় ও ছাতক উপজেলা শাখার নেতৃবন্দ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম “বিএমএসএফ” এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, করোনাভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গুজব রটিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মাস্ক, চাল, ডাল, পেঁয়াজ তৈলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করছে দেশের এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। আর সব বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষব্ধ হয়ে সাংবাদিকদের ভিবিন্ন ভাবে লাঞ্চিত করাসহ হামলার মতো ঘটনা প্রায় প্রতিদিনই দেশের কোন না কোন এলাকায় ঘটছে । এতে গোটা সাংবাদিক সমাজকে আঘাত করা হচ্ছে বলে “বিএমএসএফ” মনে করে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধা প্রদান গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপ চেষ্টা চলছে। যা দেশ ও জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। ছাতকে সাংবাদিক হেলাল আহমদকে লাঞ্চিতের ঘটনায় ধিক্কার জানিয়ে ঘটনাটি তদন্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা সমন্ময়ক ও ছাতক উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাকির আমিন, সাধারন সম্পাদক নুর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মনির উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ আলম বাসিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন তালুকদার প্রমূখ।