মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী :এবিটিভি
সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশেও তারই প্রভাবে বিভিন্ন জায়গা থেকে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। সরকার করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গৃহবন্দির মতন হোম কোয়ারেন্টাইন পদক্ষেপ গ্রহণ করায় কর্মজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষদের রুজি রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় তিন নম্বর খানখানাবাদ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরীর নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে গ্রামের বাড়ির সামনে আঙ্গিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মেহনতী দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে বিভিন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কালে এক প্রশ্নের জবাবে এবিটিভি কে এনামুল হক চৌধুরী বলেন, “মানুষ মানুষের জন্য, মানুষের সৃষ্টি মানবতার জন্য” বর্তমান মহামারী করোনা ভাইরাসের ছোবলে গ্রামে গঞ্জের কৃষক, দিনমজুর,অসহায়, দুঃস্থ খেটে খাওয়া মানুষের কর্মস্থান বন্ধ হয়ে যাওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে আমার এলাকা বাসীর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য উপহার টুকু এটা কোন দান নয় উপহার মাত্র। তিনি আরো বলেন, আমার এই উপহার মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তৌফিক দিলে আগামীদিনের জন্য অবশ্যই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেনখানখানাবাদ ইউনিয়নের ২ নং ওর্য়াড়ের মেম্বার ঈসমাইল হোসেন, হারুনুর রশিদ, শাহেদ আলী,মাহবুবর রহমান বিভেল,কপিল, এস,এম মারুফুল আমিন, আরাফাত,সুজন, আমির খসরু,ইমরান, যোসেফ সহ প্রমুখ।