মহালছড়ি সংবাদদাতাঃ
আজ ১৮ এপ্রিল ২০২০ রোজ(শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার,মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি. চেয়ারম্যান রতন কুমার শীলের উদ্যোগে মহালছড়ি উপজেলার সংবাদকর্মীদের মাঝে আর্থিক সহায়তা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জরুরি ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তাসহ খাদ্যশস্য তুলে দেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মিল্টন চাকমার হাতে।
উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, মিল্টন চাকমা (কলিন) ও রিপন ওঝা এবং স্থানীয় উপজেলা ছাত্রলীগের নেতা সহসভাপতি রোকন মিয়া।এ সময়ে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদানের বিষয়ে মহালছড়ি উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা তাঁদের মতামত ব্যক্ত করে বলেন সংবাদকর্মীগণ নিজেদের সুরক্ষার কথা না ভেবে করোনায় চরম ঝুঁকি নিয়ে কাজ করতে পিছু পা হচ্ছে না।
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল এলাকার প্রকৃত গণমানুষের প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মীদের অভাব অনটনের কথা মাথায় রেখেই যথাসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। যা সমগ্র দেশের জন্য এক অনুকরণীয় বিরল দৃষ্ঠান্ত। এই মহানুভবতার জন্য স্থানীয় সংবাদ কর্মীরা তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।