
নিউজ ডেস্কঃ
সারা বিশ্বে করোনাভাইরাস ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে। এ মহামারি থেকে বাংলাদেশও মুক্ত নয়। ছোঁয়াচে এ রোগের আবির্ভাবের পর থেকে এ পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে মনে হচ্ছে, আমরা মহাবিপদের ঝুঁকিতে আছি। কেননা, এ দেশের অনেক মানুষ কোভিড -১৯ সম্পর্কে উদাসীন। অর্থনৈতিক সমস্যা তো আছেই। সরকার ঝুঁকিপুর্ণ এলাকা লকডাউন করলেও কেউ কেউ তা মানছেন না।
সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এমনকি সেনাবাহিনী চেষ্টা করেও জনগণকে বোঝাতে পারছে না। অবশ্য কেউ কেউ জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় সরকার ঘরে থাকার নির্দেশ দিলেও মানছেন না চট্টগ্রাম বায়েজিদ এলাকার গার্মেন্টস মালিকরা। একাধিক গার্মেন্টস মালিক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেতন-ভাতার প্রলোভনে কারখানাগুলোতে যোগদানের জন্য বাধ্য করা হচ্ছে শ্রমিকদের।
জনগনেরে নিরাপত্তা ও করোনা সংক্রমন রোধে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশনা দিলেও হাট-বাজার করতে হাসা লোকজন তা মানছেন না। করোনা ভাইরাসের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত জনগনের মাঝে মাইকিং ও সচেতনতা মূলক বিভিন্ন প্রচার প্রচারনা চালিয়ে গেলেও প্রতিফলন নেই সর্বসাধারনের মাঝে। বিশেষ করে, চট্টগ্রাম শেরশাহ বাংলাবাজার এর বাজারগুলো বেহাল অবস্থা মানছে না সামাজিক দূরত্ব।