নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশকে দখল করে নিয়েছে ছাড়েনি আমাদের বাংলাদেশ, গরিব দেশটিকেও বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়ায়, ঢাকাতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন এবার আপনাদেরকে জানাবো ঢাকা ও ঢাকার আশেপাশের কোন এলাকায় কতজন করোনার ভাইরাসের আক্রমণে রোগী আছে। বাংলাদেশে করোনায় মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত বাংলাদেশে প্রাণসংহারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৮২। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়।
রাজধানীতে ৮৪৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই এলাকায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরান ঢাকা, মোহাম্মদপুর ও উত্তরা এলাকাও অনেক ঝুঁকিতে রয়েছে। ঢাকার কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত হয়েছেন একনজরে দেখা নেয়া যাক। ঢাকার মধ্যে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে। এই এলাকার ৫০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া মোহাম্মদপুরে ৩৪ জন, ওয়ারীতে ২৮, যাত্রাবাড়ী ২৭, মিটফোর্ড ২৬, লালবাগ ২৩, উত্তরা ২৩, ধানমন্ডি ২১, টোলারবাগে ১৯, বাসাবোতে ১৭, হাজারীবাগে ১৬, বংশালে ১৬, তেজগাঁওয়ে ১৬, গেন্ডারিয়া ১৬, গুলশান ১৪, আজিমপুরে ১৩, রাজারবাগ ১৩, মহাখালী ১২, চকবাজার ১২ বাবুবাজার ১১, মগবাজার ১১, শাখারীবাজার ১০, গ্রিন রোড ১০, সূত্রাপুর ৯, বাড্ডা ৮, বনানী ৮, শান্তিনগর ৮, চানখারপুল ৭, শ্যামলী ৭, শাহবাগ ৬, ইস্কাটন ৬, বসুন্ধরা আসাসিক এলাকা ৬ শাহবাগে ৬ জন করে আক্রান্ত হয়েছেন।
আদাবর, জিগাতলা, নাখালপাড়া, লক্ষীবাজার, রমনা ও আগারগাঁওয়ে আক্রান্ত হয়েছেন ৫ জন করে। চারজন করে আক্রান্ত হয়েছেন কামরাঙ্গীরচর, কোতোয়ালি, নিমতলী ও রামপুরায়। তিনজন করে আক্রান্ত হয়েছেন বেইলী রোড, গোপীবাগ, জুরাইন, মুগদা, হাতিরপুল, কাজীপাড়া, নারিন্দা, সোয়ারিঘাট ও সিদ্বেশ্বরী এলাকায়। দুইজন করে আক্রান্তের এলাকা ইসলামপুর, জেলগেট, খিলগাঁও, কল্যাণপুর, কদমতলী নওয়াবগঞ্জ, পরীবাগ, পুরানা পল্টন, মীরহাজিরবাগ, সবুজবাগ ও শাহ আলী বাগ।
এছাড়া আরমানিটোলা, আশকোনা, বানিয়ানগর, বেগুনবাড়ি, বেড়িবাঁধ, বকশিবাজার, বেগমবাজার, বসিলা, বুয়েট এলাকা, ঢাকেশ্বরী, কারওয়ান বাজার, কলটাবাজার, কচুক্ষেত. দয়াগঞ্জ, ফার্মগেট, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, কুড়িল, সেন্ট্রাল রোড, গোরান, হাতিরঝিল, মতিঝিল, সদরঘাট, শেখেরটেক, শ্যাওড়াপাড়া, সায়েদাবাদ, তেজতুরিবাজার, শনির আখড়া সায়েন্সল্যাব, নিকুঞ্জ, রায়েরবাগ, রাজাবাজার, রায়েরবাজার, শান্তিবাগ, শ্যামপুর, মালিটোলা, মোহনপুর, উর্দু রোড, ভাটারা ও নওয়াবপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ছড়ায়। বাংলাদেশে ৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সরকার নানা পদক্ষেপ নিয়েছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।