নিউজ ডেস্কঃ
মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আবারও ভিডিও কনফারেন্স যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার রাজশাহী বিভাগের জেলাগুলোর করোনা পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে যুক্ত জেলাগুলোর করোনা মোকাবিলার প্রস্তুতি ও সবশেষ পরিস্থিতি জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধি, সিভিল সার্জন, নার্স, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর প্রতিনিধিসহ প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সবশেষ ২০ এপ্রিল ঢাকা বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। অন্যান্য বারের মতো এবারও শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি স্ট্রিমিং করা হবে।