ছাতক প্রতিনিধি:
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় ৫ শতাধিক পরিরাবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ছাতকে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ২’শতাধিক কর্মহীন, গরীব,দিনমজুর হতদরিদ্র পরিবারদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে সুহিতপুর গ্রামের বাসিন্দা, সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রাথী যুক্তরাজ্য প্রবাসী রবিন আহমদ রুবেলের অর্থায়নে গত।বৃহস্পতিবার, শনিবার ও রবিবার গোবিন্দগঞ্জ এলাকায় বিভিন্ন গ্রামে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি, প্রবাসীর চাচাত্ব ভাই শিমুল আহমদ আবু।
সহায়তা প্রদানকালে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, আ’লীগ নেতা মখচ্ছুদ আলী মনির,যুবদল নেতা সদরুল আমিন সোহান, কামাল। আহমদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চানা, তেল, পিয়াজ, আলু ,ডাল ও খাজুর বিতরন করা হয়েছে। এদিকে প্রবাসিরউদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরনকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজন না হলে কেউ ঘরের বাহির হবেন না। কারণ করোনা ভাইরাস ছোয়াছে রোগ।
মানুষের কথার দ্বারাও যে জলকণা বাতাসে ছড়ায় তা থেকেও করোনায় আক্রান্ত হতে পারে যে কোন ব্যক্তি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান তারা। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে যুক্তরাজ্য প্রবাসী রবিন আহমদ অর্থায়নে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিমুল আহমদ আবু