
নিউজ ডেস্কঃ
সারাদেশে নতুন করে আক্রান্ত ৫৪৯ জন কভিড-১৯ তথা করোনা ভাইরাসে বাংলাদেশে বিগত ২৪ ঘন্টায় আরো ৩ জনের প্রাণহানী কয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ৫৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ যাবতকালে আক্রান্ত সংখ্যা ৬,৪৬২জন।মোট সুস্থ হয়ে বাড়ি হয়েছেন ১৩৪ জন প্রতিদিনের ন্যায় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় ৪৩৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তার মধ্যে আরো ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৬২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বালা হয়েছে গন জামায়াত বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে।