বিশিষ্ট লেখক, সংগঠক ও ব্যবসায়ী সেলিম খান চাঁটগামী গতকাল মঙ্গলবার ভোর রাতে নগরীর কল্পলোক আবাসিকের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে যান। তিনি চাকতাই চামড়াগুদামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়াও একজন ইসলামিক চিন্তাবিদ, লেখক হিসাবে বেশ সমাদৃত ছিলেন। তিনি চট্টগ্রামের সবকটি দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লেখালেখির পাশাপশি আঞ্জুমান-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, গাউসিয়া কমিটি ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একনিষ্ট খেদমত করে গেছেন অমৃত্যু।
তিনি বাংলাদেশ ইসলামী যুবসেনা পরবর্তীতে বাংঠাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় দায়িত্বও পালন করেছেন। তাঁর পীর ও মর্শিদ আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নামে তৈয়বিয়া সোসাইটি নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসহ নিয়মিত গবেষণামূলক সাময়িকী বের করতেন। সেলিম খান চাঁটগামী দীর্ঘদিন দূরাগ্যব্যাধী ক্যান্সর রোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে চিকিৎসা নিয়মিত করাটা দুরুহ হয়ে পড়েছিল। মঙ্গলবার সকাল ১১টায় পটিয়ায় হুলাইনস্থ নিজ বাড়ির ফখর খান জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সেলিম খান চাঁটগামীর মৃত্যুতে আঞ্জুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সি. সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ওবায়দুল হক নঈমী, মহাসচিব আল্লামা মছিহ উদ দৌলাহ ও মূখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এ.এ. মান্নান. মহাসচিব, এম. এ. মতিন, যুগ্ম মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি জি.এম. শাহাদাত হোসেন মানিক, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর,
সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, চাকতাই ব্যবসায়ী সমিতি, রিয়াজ উদ্দিন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম, প্রবীন সাংবাদিক নাছির উদ্দিন চৌধুরী, লেখক ও গবেষক অধ্যাপক মাসুম চৌধুরী, সাংবাদিক সহিদুল্লাহ শাহরিয়ার, রশীদ মামুন, আবছার মাহফুজ, কাসেম শাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ইতিহাস গবেষণা পরিষদের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন প্রমূখ শোক জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।