নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগের ৪ জেলায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০৮ জনকে করোনাভাইরাসে আক্রান্ত করা হয়েছে।এর মধ্যে মারা গেছেন ১ জন চিকিৎসকসহ ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১জন।এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১১৪ জনকে হোম কোয়ারেন্টাইনেও পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগে ৩,২৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা যায়।আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমে।
তিনি এসময় আরও বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে ৬৪ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত্রের দিক দিয়ে সবচেয়ে রোগী বেশি আছে, হবিগঞ্জ জেলায়। এ জেলায় সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন। এদের মধ্যে চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী ও ম্যাজিস্ট্রেটও আছেন। এ জেলায় করোনা আক্রান্ত হয়ে ১টি শিশুর মৃত্যু হয়েছে।এর পরের অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। হাওরবেষ্টিত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন।
এছাড়া সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮। মৃত্যু হয়েছে প্রথম শনাক্ত হওয়া চিকিৎসক ডা. মঈন উদ্দিন। আর সবচেয়ে কম ১১ জন রোগী রয়েছে মৌলভীবাজারে। এ জেলায় প্রথম করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি ১জন পান ব্যবসায়ী ছিলেন।তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সিলেট ৪টি জেলায় ২২ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।একই সময়ে নতুন করে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯১ জন। এদের মধ্যে সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৭৬ জন, মৌলভীবাজারে ৭৪ জন ও সিলেটে ১৩ জন আছেন।