রংপুর প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস দিন দিন ধারণ করছে ভয়াবহ রূপে এবার বাংলাদেশ রংপুর বিভাগের নীলফামারী জেলাসহ আটটি জেলাতে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে গত ২৪ ঘন্টায় ১৩১ জনের দেহে। দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারী সহ রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস টেস্ট ল্যাবরেটরিতে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে রংপুর সদরে ৭জন, নীলফামারী ২জন, ঠাকুরগাঁও,কুড়িগ্রাম ও দিনাজপুরে ১ জন করে ।সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুর ও দিনাজপুর পিসিআর ল্যাবে রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর,কুড়িগ্রাম,লালমনিরহাট পঞ্চগড় ও গাইবান্ধা জেলার করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে।আক্রান্তদের মধ্যে আজ বহস্পতিবার পর্যন্ত রংপুর জেলায় ৩৯, দিনাজপুরে ২১, গাইবান্ধায় ২০, ঠাকুরগাঁওয়ে ১৭, নীলফামারীতে ১৫, কুড়িগ্রামে ৮, পঞ্চগড়ে ৮ এবং লালমনিরহাটে ৩ জন রয়েছেন। করোনাভাইরাস আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়নগঞ্জ,গাজীপুর,কুমিল্লা সহ গার্মেন্টস,বেকারী ও ইটভাটিশিল্প এলাকা হতে গ্রামে ফিরেছেন।
সুত্র মতে রংপুর মেডিকেলে পেট ব্যাথা উপসর্গ নিয়ে সার্জিক্যাল ওয়াডে চিকিৎসাধীন নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার একজন ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একজন গত তিন আগে মৃত্যু বরন করেছিল। মৃত ব্যাক্তিদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। এদিকে আক্রান্তদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীনদের মধ্যে ৬জন সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরেছেন।