নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় লকডাউন অমান্য করে নির্মাণ কাজ এবং দোকানপাট খোলা রাখাই ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে কয়েকজন ব্যবসায়ীকে।নগরীর বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান ও মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে ২৬টি মামলায় ৪৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমানের নেতৃত্বে চকবাজার থানা, বাকলিয়া থানা, সদরঘাট ও কোতোয়ালী থানা এলাকায় পরিচালিত অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৩ মামলায় এক হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের অভিযানে বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় বেস্ট বাই দোকানকে ১০ হাজার টাকা, পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিকসকে ৫০০, পশ্চিম মুসলিমাবাদে বাড়ি নির্মাণ কাজ করার দায়ে ঠিকাদারকে দুই হাজার টাকাসহ তিন মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালিত করেন। সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে একটি সেলুনকে ৫০০ টাকা, চারটি কাপড়ের দোকানকে ২ হাজার, একটি কম্পিউটার এক্সেসরিজের দোকানকে ৫০০, একটি লন্ড্রি দোকানকে ৩০০, ইপিজেড থানার চৌধুরী হাট কাঁচাবাজারের জিলানী স্টোরকে তিন হাজার, ইউসুফ চৌধুরী কাঁচাবাজারের মেসার্স নিহাদ ডিপার্টমেন্টাল স্টোরকে দুই হাজার টাকাসহ মোট ৯টি মামালায় ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ এলাকায় এসএম আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচ মামলায় মোট ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, ও কোতোয়ালী এলাকায় অভিযানে তিন মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন তাহমিনা সারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় সুরাইয়া ইয়াসমিন পরিচালিত অভিযানে তিন মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। অকারণে দোকানপাট খোলা রাখতে বাবান আদালতের ম্যাজিস্ট্রেগণ বিশেষভাবে অনুরোধ জানান ব্যবসায়ীদেরকে।