
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “আতঙ্কে নয় সচেতনতাই দুর হউক করোনা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের উদ্যোগে লালখান বাজার, মতিঝর্ণা, পোড়া কলোনী ও তুলা পুকুর পাড় নিম্ন আয়ের মানুষ ও অসহায় দুঃস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। এসময় উপস্থিত ছিলেন মরহুম নজির হাজারী-হোসেন আরা হাজারী ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার হোসেন হাজারী, খোদেজাতুল কোবরা, হালিমা হাজারী লিপি, ওহীনাফ হাজারী, আকিব হাজারী, আসমাউল হোসেনা অর্পিতা প্রমুখ।