সাইফুদ্দিন রমিজঃ এবি টিভি
বিশ্বজুড়ে করোনাভাইরাস তাণ্ডবে একের পর এক দেশ লকডাউন হচ্ছে৷ বাংলাদেশেও হানা দিয়ে প্রাণঘাতী এই ভাইরাস৷ যার ফলে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন৷ এমতাবস্থায় ঘর থেকে বের হলেই বিপদ৷ কোভীড-১৯ এর কারণে ব্যবসা-বাণিজ্যে বিপর্যয় ঠেকাতে অবশেষে আগামী দুই মাসের জন্য সব ধরনের ব্যাংক ঋণের সুদ আদায় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বস্তি প্রকাশ করছে ব্যবসায়ীরা। তারা বলেছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত। এটা অত্যন্ত ইতিবাচক। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। যা করোনা মোকাবেলায় পরবর্তী ঘুরে দাঁড়ানো কে সহায়তা করবে।
তবে করোনা ভাইরাস এর প্রভাব হয়তো সহসায় কাটবেনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্টদের ভাষ্য অনুয়ারী এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে ব্যাংক ঋণের সুদ আদায় বিষয়টি ডিসেম্বর পর্যন্ত মওকুফ করার দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ব্যাংকে সিদ্ধান্ত নিয়েছে।এই বিষয়ে জানতে চাইলে গতরাত ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও একে খান অ্যান্ড কোম্পানির পরিচালক আবুল কাশেম খান এবিটিভি কে বলে। এই সময়ে সিদ্ধান্ত টা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত।
এমন সঙ্কট মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ব্যবসা-বাণিজ্যকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন। ব্যবসায়ীদের প্রস্তাবে সাড়া দিয়েছেন এটা অবশ্যই স্বস্তিদায়ক। তবে এটা এখানে হয়তো শেষ নয়, প্রধানমন্ত্রী ব্যাবসায়িক প্রণোদনা ঘোষণা করেছেন সেগুলোর বাস্তবায়ন এবং আগামী ডিসেম্বর পর্যন্ত সুদ মওকুফ করলে ব্যবসা-বাণিজ্যে লোকসান কমিয়ে শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, কোন ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যার কপি ব্যাংকগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, কোন ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখার জন্য। ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ও ঋণ সুবিধা প্রদান সহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তবে, এই মুহূর্তে সব ধরনের বিনিয়োগের ওপর ১ এপ্রিল থেকে ৩১শে মে পর্যন্ত এই দুই মাসের সুদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।