“ভালো প্রতিবেশী ভালোবাসা” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে ৪ শত অসহায় হতদরিদ্র ও করোনার কবলে পরা কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, গুড নেইবার বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ম্যানেজার রোমিও রতন গমেজ, ডা: শ্রীনিবাস দেবনাথ ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক। কর্মকর্তারা জানান, প্রথমধাপে তারা ৪শত পরিবারকে এ সহায়তা দিচ্ছেন।