
চট্টগ্রামের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালীর সহযোগিতায় প্রতিদিন কর্মহীন পথশিশু এতিম অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৩ মে নগরীর আনসার ক্লাব, রাজাখালী, চাকতাই, নতুনব্রিজ, বাস্তহারা, তুলাতলী, কালামিয়া বাজার এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার,
ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, ফাউন্ডেশনের মহাসচিব মো: আলমগীর ইসলাম বঈদী, অধ্যক্ষ ইউনুছ কুতুবী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল করিম সেলিম, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি রেজাউল করিম ইয়াসিন, মুহাম্মদ আরাফাত হোসেন, কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক নুর রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আতাউল মোস্তফা জামশেদ, সহ অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, মহিউদ্দিন সায়েম, নাঈমুল হক, ফাহিম, দিদারুল ইসলাম, জহিরুল ইসলাম, হাবিব প্রমুখ।
খাবার বিতরণকালে আল হাসনাইন ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর বঈদী বলেন এই করোনা ভাইরাস নামের মহামারী মানুষের দুই বেলা খাবার জোগার করার সুযোগটাও হরন করেছেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যেকোন উপায়ে রোজা রাখবেন। অনেকে রাস্তার পাশে ভাসমান গৃহহীন মানুষ থাকে। দুঃখের বিষয় হোটেল খোলা না থাকার ফলে তাদের সেহেরী খেতে হিমশিম খেতে হচ্ছে। যা অনেকের ফরজ রোজা রাখার কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় তাদের সার্বিক দিক বিবেচনা করে আল হাসনাইন ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত রেখেছেন।