
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে ৩৩ টি পজিটিভ আসে। মহানগরসহ চট্টগ্রামে পজিটিভ ২৯ জন,মহানগর এলাকায় ২৬ জন,এবং উপজেলায়-৩ জন, রাংগুনিয়া-১ জন বোয়ালখালী-১ জন, বাঁশখালী-১ জন এবং বিভিন্ন জেলায় আরো ৪ জন। চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি CVASU,তে ৭১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৬ জন,পটিয়া উপজেলায় -৬ বিভিন্ন জেলায়ঃ ১১ টি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০ টি নমুনা পরীক্ষার ফলাফলে
সবগুলো নেগেটিভ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামে ২৬ টি পজিটিভ আসে। মহানগর এলাকায় ২৫ জন ও উপজেলায়-১ জন,। সর্বমোট ফলাফলে মহানগর এলাকায় ৫১ জন পজিটিভ ও উপজেলা পর্যায়ে ১০ জন পজিটিভ মোট ৬১।