ছাতক প্রতিনিধি:
ছাতকে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে বৃহস্পতিবার রাতের সংঘর্ষের ঘটনায় নিজাম উদ্দিনের মৃত্যু ঘটে। সে গ্রামের আব্দুল মতলিবের পুত্র। নিজাম উদ্দিন হত্যা মামলায় ৪ জন আসামীকে রাতেই গ্রেফতার করে পুলিশ। এদিকে গোবিন্দগঞ্জ দোকান চুরি এবং ট্রান্সফরমার চুরির মামলায় আরো ৩ আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ৭ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।