আমেরিকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রসি ইন্টারন্যাশনালের পলিটিক্যাল ফেলোদের সংগঠন ডিআই পলিটিক্যাল ফেলো এলামনাই এসোসিয়েশনের সদস্যদের মাঝে ব্যক্তিগত সুরক্ষ সামগ্রী (পিপিই) উপহার দিয়েছে শিল্প চর্চা কেন্দ্র ও আতœ-উন্নয়নমূলক সংগঠন পূর্বা। এসময় পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় বলেন, উপহারের বিশেষ কোনো ব্যাকরণ নেই। করোনা কালে সৃষ্ট বিপর্যয়ের ফলে মানুষের মাঝে বিভিন্ন সেবা পৌছে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সময় স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করা প্রয়োজন। তাই সাধ্য অনুযায়ী পূর্বা’র এই সামান্য উপহার। এসময় উপস্থিত ছিলেন ডি আই চট্টগ্রাম রিজিয়নের আ লিক ব্যবস্থাপক সদরুল আমিন, উপ আ লিক সমন্বয়কারী সাদরুল সুমন, সিনিয়র অপারেশন এ্যাসিসট্যান্ট আবুল হাসান রনি, নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক সদস্য জান্নাতুন নাইম, ফেলো এলামনাইয়ের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, এড. ইমতিয়াজ আহমেদ, ইরফানুল হাসান রকি, মোহাম্মদ সাইফুল প্রমুখ।