নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় নুরুজ্জামান তালুকদার (৩৬)নামের এক ভূয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৮। সোমবার উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আটক করা হয়। আটককৃত নুরুজ্জামান পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর টাউন এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে। জানা গেছে, র্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম পাতাবুনিয়া বাজারে “মেসার্স তালুকদার মেডিসিন হাউসে” অভিযান পরিচালনা করে। নুরুজ্জামান মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে পেশাগত কোনো ডিগ্রি অর্জন না করেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করেছে। আটকের পর তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।