
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত প্রার্থী আনিসুর রহমানের ছোট ভাই মো. আলী (২৬) ও খালাতো ভাই মোশাকপুরের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মিরাজকে (২৪) আটক করা হয়েছে। আটক মো. আলীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।তিনি আরও বলেন, ভোটগ্রহণ স্বাভাবিক ও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।