
নিউজ ডেস্কঃ
চট্টগ্রামে নতুন করে আরও ৩ সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ছেন। তারা হলেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার জুবাইর মনজু (৩০) ও ক্যামেরাপার্সন হারুন উর রশীদ (৩২) এবং আরেক বেসরকারী টিভি চ্যালেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন আলমগীর হোসেন (৩৪)। এ নিয়ে চট্টগ্রামে মোট ৬ জন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ১২৪ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা ভাইরাস শনাক্ত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি বলেন, গতকাল রবিবার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) একাধিক সাংবাদিকদের করোনাভাইরাস (কোভিড-১৯) এর নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে আজ সোমবার বিআইটিআইডি-তে ৩ জন সাংবাদিকের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে চ্যানেল টুয়েন্টিফোরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান কামাল পারভেজ বলেন, গত ৭ দিন ধরে অফিস রুটিন অনুযায়ী জুবাইর ও হারুন ছুটিতে ছিলেন। তারা নিজ বাড়িতেই অবস্থান করেছিলেন। পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ হলেও তারা বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল বলেন, অফিসের নতুন রুটিন অনুযায়ী দশ দিন টানা ডিউটির পর গত ৭ মে থেকে ৫ দিনের ছুটিতে ছিলেন ক্যামেরা পার্সন আলমগীর। তবে এরইমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ১ জনের ভাইয়ের সঙ্গে মেশার কারণে তাকে আমরা করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছি সন্দেহের বশে। তার কোনও উপসর্গও ছিলনা। রিপোর্ট পজেটিভ আসায় তাকে নিজ বাড়িতেই আইশোলেশনে রাখা হয়।
এর আগে তাদের অপর সহকর্মী স্টাফ রিপোর্টার আহসান কবির রিটন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইন্ডিপেন্ডেন্ট টিভি চট্টগ্রাম অফিসের ৭ জন অফিসেই গত ২ দিন ধরে অবস্থান করছেন। তাদের নমুনাও ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে বলে জানান ফলাফলের অপেক্ষায় থাকা সাংবাদিক অনুপম শীল। চট্টগ্রামে এ নিয়ে সবমোট ৬ জন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চ্যানেল টুয়েন্টিফোরের ২ জন, ইন্ডিপেন্ডেন্ট টিভির ২ জন আর পাঠক নিউজের সাইফুল ইসলাম শিল্পী ও সিভয়েসের মিনহাজ মুহী এই ৬ জন চট্টগ্রামে এখনও পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত।