
নিজস্ব প্রতিনিধি। অজানা বাংলাদেশ।
চট্টগ্রাম: ‘মানবতার স্বার্থে সর্বদা এগিয়ে’ এই স্লোগানকে বুকে ধারণ করে দীর্ঘদিন যাবৎ বহুপ্রতিঘাত পেরিয়ে একটি সুন্দর সমাজ নির্মাণে সমাজের গরীব দুস্থ এবং সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম তৃণমূলে চালিয়ে যাচ্ছে ‘আন-নূর ফাউন্ডেশন’। ২০১৭-১৮ সেশনের সর্বশেষ সভা আজ বিকাল তিন ঘটিকায় মুরাদপুরস্থ ‘কাওকাব অডিটোরিয়ামে’ আগামী ২ বছরের (২০১৮-২০ সেশন) জন্য সাফায়েত জাহিন অন্তরকে সভাপতি, মুহাম্মদ মুরশেদকে সাধারণ সম্পাদক এবং কাজী মুহাম্মদ ইমদাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ আ ল ম কাইসান।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ রেজা জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা এম. এস. এইচ. শাওন, প্রধান বক্তা হিসেবে ছিলেন মুহাম্মদ মিজনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুহাম্মদ শরিফুল ইসলাম চৌধুরী, আনিসুর রহমান মাহি ও “অজানা বাংলাদেশ” অনলাইন টিভি ও নিউজ পোর্টাল এর উপ-বার্তা সম্পাদক আল ওমায়ের (সাকিব)।
ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন আসিফুল হাসান, সৈয়দ মুহাম্মদ কাজেম, সৈয়দ নাফি, জিল্লুর রহমান রাকিব, সাঈদ রিজবি, আহমেদ সাইমন, মোঃ মুন্না, জাফরুল হাসান তারেক, হোসাইন আকবর সোহেল, মোঃ ওমি, তাকিনুর ইউরিদ, অনিক বড়ুয়া, ইত্তেসাফ সামি, আবির আলী, মোঃ শহিদুল্লাহ, মোঃ বাদশা আলম, আজহারুল ইসলাম আরাফাত, মুহাম্মদ খুশবো,জুনাইদ বাবু, বাধঁন বড়ুয়া প্রমুখ।
আন-নূর ফাউন্ডেশন এর সভা চলাকালীন। ছবি সৈয়দ মুহাম্মদ কাজেম।