
আল ওমায়ের। অজানা বাংলাদেশ।
চট্টগ্রাম: চট্টগ্রামের কাজীর দেউরি আউটার স্টেডিয়ামে তিনদিন ব্যাপী আয়োজন করা হয় জাতীয় উন্নয়ন মেলা। ৪র্থ বারের মতো সকল সরকারি প্রতিষ্ঠান কে সাথে নিয়ে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। আজ ছিলো জাতীয় উন্নয়ন মেলার শেষ দিন। চট্টগ্রামে তিনদিনে সেবা ক্যাটেগরিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়”। এই নিয়ে “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান জেলা কর্মসংস্থান ও জনশক্তি (চট্টগ্রাম) অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার “অজানা বাংলাদেশ” কে বলেছেন এই জয়ে আমরা অনেক খুশি, আমার সকল কর্মচারীদের পরিশ্রমের ফলে আমাদের এই জয়, প্রতিবছর এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। তাদের আরেক কর্মচারী ফারজানা ইয়াছমিন “অজানা বাংলাদেশ” কে বলেন আমরা মানুষকে সঠিকভাবে সেবা দিতে পেরে অনেক আনন্দিত। এভাবে সবসময় মানুষের সেবাই নিয়োজিত থাকিবো, অনেক আনন্দ লাগছে এই জয়ে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি। চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সকল কর্মচারী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন মেলায়।প্রতিবছর সরকারি কর্মকর্তাদের উৎসাহিত ও মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করার জন্য সারাদেশে আয়োজন করা হয় জাতীয় উন্নয়ন মেলা।সকল সরকারি প্রতিষ্ঠানের স্টল বসানো হয় মেলায়। সাধারণ মানুষ প্রতিটি স্টলে ঘুরে ঘুরে তাদের সেবা গ্রহণ করেন।