নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। তার আরেক ভাই খোরশেদ আলমের অবস্থাও সংকটাপন্ন চট্টগ্রামের নামকরা ব্যবসায়ী পরিবারের সদস্য কারণে আক্রান্ত হয়েছিলেন পরে আজ শুক্রবার তাঁদের ৬ জনের মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান মাসুদুল আলম এর বড় ভাই খোরশেদ আলমের মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস ও তার বেয়াই (চট্টগ্রাম-৪) আসনের সংসদ সদস্য দিদারুল আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।মোরশেদুল আলম আজ (২২ মে) শুক্রবার রাত ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত বুধবার (২০ মে) আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন মোরশেদুল আলম।তবে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন।
গত রবিবার (১৭ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাইসহ তার পরিবারের মোট ৬ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়। সেদিন রাত সাড়ে ১২টার দিকে সাইফুল আলম মাসুদের পরিবারের বসবাস করা চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকের ভবনটি লকডাউন করে দেন পুলিশ।প্রসঙ্গত: গত ১৬ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। একদিন পর রবিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে এর পর আজ শুক্রবার একজনের মৃত্যু হয়।