
নিউজ ডেস্কঃ
২ টি শিশু সন্তানকে তাদের নিজের বাবা ও সৎ মা মিলে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে জানা যায়। হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবা ও সৎ মার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগে নিহত স্বর্ণা (১১) ও ফারিয়ার (৫) মা সোনিয়া আক্তার বাদী হয়ে আজ শনিবার দুপুরে সন্তানদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তারের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রুনা আক্তারকে গ্রেফতার করেছে।এ বিষয় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম নিশ্চিত করেছেন সাংবাদিকদের। মামলার অভিযোগের বরাত দিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন,
নবীপুর গ্রামের সুমন মিয়ার প্রথম স্ত্রী সোনিয়া আক্তারের ২ মেয়ে স্বর্ণা ও ফারিয়া। এই পরিবার রেখেই সুমন মিয়া ২ বছর আগে রুনা আক্তার নামের ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে উভয় স্ত্রীর মধ্যে বনিবনা নেই এবং তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হয়ে আসছিল। গতকাল শুক্রবার রাতে স্বর্ণা ও ফারিয়াকে তাদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তার পরিকল্পিতভাবে অপহরণ করে পানিতে চুবিয়ে হত্যা করেছে আমরা জানতে পারি। এমন অভিযোগ এনে তাদের মা সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। সুমন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুই শিশুর মা রুনা আক্তার সন্তান হারানোর শোকে পাগলপ্রায়।