আন্তর্জাতিক ডেস্কঃ
৭ বছরের একটি মংগ্রেল কুকুর, নাম জিয়া বাও, চীনের এক হাসপাতালে প্রথমবার তাকে দেখা যায় ফেব্রুয়ারি নাগাদ। তারপর থেকে তাকে সেখানে প্রায় টানা তিন মাস বসে থাকতে দেখা যায় হাসপাতালে। তাকে অনেক চেষ্টা করার পরেও সেখানে থেকে সরানোর সম্ভব হয়নি। কিন্তু ফের সে এসে বসে থাকে হাসপাতালে ভেতরে। আসলে জিয়া বাওয়ের মালিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই তার ঘরে ফেরার অপেক্ষায় বসে ছিল সে কুকুরটি।
মধ্য চীনের হুবেই প্রদেশে উহান তাইকাং হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয় ওই ব্যক্তি। তার পোষ্যটি তারপর হাসপাতালে উপস্থিত হয়। অপেক্ষা করতে থাকে কবে ফিরবেন তার মালিক। কিন্তু ভর্তি হওয়ার পাঁচ দিন পরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তি। জিয়া বাও তার মালিকের মৃত্যুর পরেও অপেক্ষা করতে থাকে তার ফেরার কিন্তু অবুঝ প্রাণী বলে কথা তার মালিকের মৃত্যু হয়েছে আজ থেকে তিন মাস আগে কিন্তু সে হাল ছাড়েনি তার মালিকের অপেক্ষায় ওই হাসপাতালেই দিন কাটাচ্ছে।কিছুদিন পর হাসপাতালের কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান, দূরে রেখে আসেন। কিন্তু সব চেষ্টাই বৃথা, ফের হাসপাতালে ঢুকে পড়ে জিয়া বাও।
হাসপাতাল কর্মীরাও তার মনের কষ্ট বুঝতে পারেন। যতটা সম্ভব তার খাবারের ব্যবস্থা করেন। কিন্তু সেই সময় একটি কুকুরের দিকে নজর দেওয়া তাদের পক্ষেও সম্ভব ছিল না। এই করে প্রায় তিন মাস কেটে গেল।এর পর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে চীনের পরিস্থিতি। হাসপাতালের কাছের সুপারমার্কেটিও খোলে। তখন সুপারমার্কেট থেকে তার খাবারের ব্যবস্থা করা হয়। সুপারমার্কেটের মালিক জিয়া বাওয়ের কাহিনি শোনেন। তিনিও জিয়ারের সঙ্গে বন্ধুত্ব করেন। তাকে নিজের দোকানে নিয়ে আসেন। পরে জিয়া বাওকে উহানের একটি ছোট পশু সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।