ছাতক প্রতিনিধি::
ছাতকে রাস্তা দখলের চেষ্টায়বাধাঁ দেয়ায় অতর্কিত হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে। উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের খলাগাও গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, আব্দুল গনি ও আব্দুল করিম বেরাই মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ মামলা মোকদমা চলে আসছে। এসব বিরোধ জের ধরে গত ২৬ মে সকাল সাড়ে ১১টায় বেরাই-গনির বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করে মালুম মিয়া ও বেরাই নেতৃত্বে ৮জনের কটি দল তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে দেশী অস্ত্র নিয়ে অতর্কিত হামলায় ভাংচুর দোকান ক্যাশ সহ প্রায় ৭০হাজার লুটপাট করেছে আসামীরা।
হামলায় ৪ ব্যক্তিদের মধ্যে ২ ব্যক্তির অবস্থা আশংকাজনক জবারুন নেছা (৫৫) আফরোজ আলী (৩০)। এঘটনায় গত ২৭ মে আব্দুল গনি বাদী হয়ে মালুমকে প্রধান আসামী করে ৮ব্যক্তি নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই হাবিবুর রহমান পিপিএম বলেন ঘটনাস্থল পরিদশন করেছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।