ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ডাক্তারসহ আরও ছয়জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করা হয়। সুত্রঃ জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ শাহীন রেজার করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ গ্রামের একই পরিবারের তিন জন এবংজাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী এম এ হক ও তার ছেলে মামুনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় ২২জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন আহমদ। এর আগে ছাতকের আরেক ডাক্তার আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন। গনেশপুর নোয়াগাও গ্রামের নতুন ৩ জন নিয়ে একই পরিবারের মোট ৪ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। প্রথমে আক্রান্ত হয়েছিলেন এ পরিবারের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য এম জে আলম। গতকাল তার ভাই, ভাবি ও ভাতিজার করোনা পজেটিভ শনাক্ত হয়।