নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে ৩ টি ল্যাব থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৩০ মে (শনিবার) পর্যন্ত ১০৮১টি নমুনা পরীক্ষায় আরো ২৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৮২৫। চট্টগ্রাম সিভিল সার্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন করোনায় আক্রান্ত ২৩৭ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১৭৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৩ জন। তবে আজ বাংলাদেশ ভেটেরিনারী ইউনিভার্সিটি থেকে পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এছাড়া চট্টগ্রামে আজ অবধি মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪ জন আর এপর্যন্ত আক্রান্ত হয়েছে ২৮২৫ জন।