রাজশাহী প্রতিনিধিঃ
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশের সব কিছু বন্ধ থাকায় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে লকডাউন শিথিল করার তারই ধারাবাহিকতায় গতকাল ৩১ মে রবিবার থেকে দেশের সবকিছু আস্তে আস্তে শিথিল হতে শুরু করেছে সেই সাথে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আজ গেলেন বনলতা এক্সপ্রেস, প্রথম দিন যাত্রী না থাকায় রাজশাহীর বিখ্যাত আম দিয়ে ট্রেনের প্রথম যাত্রা শুরু।দীর্ঘ দুমাস পর চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী দিয়ে ঢাকা গেলো বনলতা এক্সপ্রেস।
সকালে যাত্রীর পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের রসালো আম নিয়ে বনলতা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে প্রথম দিন যাত্রী সংখ্যা কম ছিল। রেল কর্তৃপেক্ষর বক্তব্য মতে প্রতিদিন যাত্রী সংখ্যা বাড়বে। একই সাথে আমের পরিমানও বৃদ্ধি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আবদুল করিম।তিনি জানান, ট্রেনের ভেতরও দূরত্ব বজায় রাখতে অর্ধেক টিকেট বিক্রি করা হয়েছে। তবে টিকিটের মূল্য বেশি নেয়া হয়নি। যাত্রীর পাশাপাশি এক ব্যবসায়ীর ৮০ কেজি আম ঢাকায় পাঠানো হয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেনে। যদিও বনলতা এক্সপ্রেস যাত্রীবাহী। তারপরও বিশেষ ব্যবস্থায় আমগুলো নিয়ে যাওয়া হয়। এরআগে যাত্রীরা আগের রাতেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করেন।
সকালে যাত্রীরা রেল স্টেশনে এলে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। যাত্রীদের সচেতন করতে চালানো হয় প্রচারণা।এদিকে, সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার সকাল ৬ টার সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস ট্রেন। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ট্রেনের স্টাফ ও যাত্রীদের যথাযথ নিয়ম মেনেই চলাচল করতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকল টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে বরাদ্দকৃত সকল টিকিট বিক্রি হয়ে যায়।
স্টেশন মাস্টার আরো বলেন, স্টেশনে অতিরিক্ত কোন যাত্রী প্রবেশ করতে দেয়া হয়নি। আমরা গত শনিবার থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য প্রচারণা চালিয়ে ছিলাম। অপরদিকে বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা ট্রেন সার্ভিস চালুর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। যাত্রীরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানান যাত্রী সাধারণ।