লিমন মিয়া সরিষাবাড়ী প্রতিনিধিঃ
সরিষাবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক সমকালের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভিতে কর্মরত থেকে সরিষাবাড়ী উপজেলার মূলধারায় দীর্ঘ দিন ধরে বিশেষ ভূমিকা পালন করেছেন।০১/০৬/২০২০ ইং রোজ সোমবার প্রেসক্লাবে আয়োজিত সভায় সাভাপতিত্ব করেন দৈনিক মানবজমিন সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফ।
উক্ত সভায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সকল পেশাদার ও সিনিয়র সংবাদকর্মীরা সরিষাবাড়ী প্রেসক্লাবে একত্রে সাংগঠনিকভাবে পেশাগত দায়িত্ব পালনে সর্বসম্মতিক্রমে মতামত পোষণ করা হয়।পরে সাংবাদিকদের নিয়ে পেশাগত ঐক্য ও মানন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে সাধারণ সম্পাদক হিসেবে সরিষাবাড়ী দৈনিক জনতা প্রতিনিধি আবুল হোসেনকে পুণরায় মনোনিত করা হয়। পরে সমকালের সাংবাদিক সোলায়মান হোসেন হরেক প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সরিষাবাড়ী সকল সংবাদকর্মীগণ নবাগত সভাপতিকে অভিনন্দন জানান।