
কক্সবাজারের পেকুয়ায় ছাবেকুন নাহার (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে পেকুয়া থানার উপ-পরিদর্শক এস আই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করেন
। নিহত ছাবেকুন নাহার একই এলাকার মনু আলমের স্ত্রী। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি পরিবারের সাথে কথা বলে জানা যায় আত্মহত্যা করেছেন তিনি এখনো পুলিশ তদন্ত এর আগে কিছু বলতে পারছে না তবে এর আগে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী স্থানীয় থানায় ফোন করে পুলিশকে জানায়
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ পরিদর্শক কামরুল হাসান বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় মরদেহটি শোয়ানো অবস্থায় রাখা ছিল। তবে নিহতের পরিবারের দাবি একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে ছাবেকুন নাহার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আত্মহত্যার খবরে মরহেদটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তনের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি
আলাউদ্দিন