শিল্পচর্চা কেন্দ্র ও আত্ত-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে “আঁধার সরিয়ে আলো আসবেই” শিরোনামে বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত তিনদিনব্যাপী পূর্বা ভার্চ্যুয়াল আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হয়েছে গতকাল ৩১ মে। উৎসবের প্রথম দিন ফেসবুক লাইভে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের স ালনায় উদ্বোধনী কথামালায় শুভেচ্ছা জানান, ডেমোক্রসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক আমিনুল এহসান, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, লাটভিয়ার সংগীত শিল্পী ডায়ানা পিরাগ, যুক্তরাজ্যের সংগীত শিল্পী জোসেফ ব্রাউন। এর পর পরই জোসেফ ব্রাউনের গান দিয়ে উৎসব শুরু হয়।
এর পর একে একে পরিবেশিত হয় আমেরিকার ইমানুয়েল এর বেহালাবাদনের সাথে চায়নার কায়াং এর গুজহেং বাদন, ফ্রান্সের রোভারিস এর একক সংগীত, ভারতের ঈশানী চক্রবর্তীর নৃত্য, বাংলাদেশের সংগীত শিল্পী লিপিকা তাপসীর লোকগীতি, ব্রাজিলের রড্রিগো মুনহেজ এর পারফনিমেশন, বাংলাদেশের শুভাগত চৌধুরীর একক সংগীত, ভারতের সুরেন্দর রাওয়াল এর সেতার বাদন, বাচিকশিল্পী শিল্প্রশী তরফদার এর আবৃত্তি, বাংলাদেশের শ্রাবনী ও প্রান্তি ভর্টাচার্য্যের দলীয় নৃত্য, অস্ট্রিয়ার সোফি এবং লাটভিয়ার ডায়ানার একক সংগীত।
প্রখ্যাত কত্থক নৃত্যগুরু পলবী দিগওয়াইকার শেখের একক নৃত্য দিয়ে দ্বিতীয় দিন শুরু হয়। এর পর যুক্তরাজ্যের মোপারার একক সংগীত, মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড টোরেম ব্রাসের সেক্সোফোন বাদন, ইংল্যান্ডের চারলেট হোয়াইট, কিউবেক এর গুল্মেরা ব্রুজোর একক সংগীত, জার্মানীর ভেন্সিসিতেলভ এবং আমেরিকার ইমানুয়েল এর সাথে জাপানের ওয়াটারু আইজাই এর পিয়ানো বাদন, ভারতের সত্য জয়দেব ও আদ্রিতা বোসের একক নৃত্য একে একে পরিবেশিত হয়।
শেষ দিন পরিবেশিত হয় ফিলিপাইনের আইরিন আলকান্টারার একক সংগীত, শ্রীলংকার নর্থানা ভবনম সংগঠনের দলীয় নৃত্য, মাল্টার মনকাডো রিজ্জর সংগীত, যুক্তরাজ্যের মাইক লি এবং ভল সিনক্লেয়ার এর একক সংগীত। পরিশেষে, ভারতের নাটোদল আলো নাট্য সংস্থার নাটক মনের ব্যাধি পরিবেশনের মধ্য দিয়ে পূর্বা’র ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত তিনদিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে।