মহান মুক্তিযোদ্বের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক, পীরে তরিকত্ব সুন্নী মুসলিম জগৎ এর উজ্জল নক্ষত্র আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুজুর কেবলা লাখো কোটি ভক্তকুলকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন তাঁর আসল মুনিবের সান্নিধ্যে। [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুুজুর কেবলার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সাজ্জাদাশীন ও আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়ার সভাপতি শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন।
এক শোক বিবৃতিতে বলেন তিনি ছিলেন গোটা সুন্নি দুনিয়ার অভিভাবক। জাহেরি বাতেনি ইলমের জগতের অতুল সাগর-মহাসমুদ্র। বর্তমান বাংলাদেশে যতো সুন্নি ওলামায়ে কেরাম আছেন তাদের সকলের উস্তাদ। জ্ঞানের জগতে সকল সুন্নী আলেমের ইলমের উৎস। সকল সুন্নি ওলামায়ে কেরাম ছিলেন তাঁর ইলমি পরিবারের সন্তান। ইমামে আহলে সুন্নাত আল্লামা আজীজুল হক আল-কাদেরী শেরে বাংলা (র.)-এর ওফাতের পর তিনিই সুন্নীয়তের হাল ধরেন।তখন থেকেই তাঁর উপর সোপর্দ করা হয় সুন্নীয়তের তরি।
এরপর থেকে সুন্নীয়তের তরী ছিলো তাঁরই হাতে। প্রায় ৫০ বছর পর্যন্ত তাঁর নেতৃত্বে সুন্নী ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ রয়েছেন। তাঁর দিক নির্দেশনা ও সফল নেতৃত্বে সুন্নীয়তের দাওয়াত এখন দেশের প্রত্যন্ত অ লে ঘরে ঘরে পৌঁছেছে। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু তাঁর আদর্শ রেখে গেলেন আমাদের জন্য। তার ইন্তেকালে গোটা পৃথিবী শোকাহত। আল্লাহ তায়ালা ইমাম হাশেমী র. কে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম নসিব করুন।