নিউজ ডেস্কঃ
করোনাভাইারাসের চিকিৎসায় বেসরকারি মা ও শিশু হাসপাতালে ১০টি আইসিইউসহ আইসোলেশন ওয়ার্ড আজ শুক্রবার (০৫ জুন) সকালে হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত শনিবার আইসোলেশন ওয়ার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। হাসপাতালে আইসিইউ সুবিধাসহ মোট ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে।শিগগির মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু করা হবে বলেও জানান তিনি।
এর আগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।প্রাণঘাতী করোনাভাইরাস বন্দরনগরী চট্টগ্রামের মহামারি আকার ধারণ করায় চিকিৎসার জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসের ওয়ার্ড করার জন্য নির্দেশ দিয়েছে সরকার চট্টগ্রামে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২৯ জন।