নিউজ ডেস্কঃ
হঠাৎ বুকে ব্যথা উঠায় হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এমএ লতিফকে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩ টায় হঠাৎ বুকে ব্যথা উঠে এমপি লতিফের। পরিচিত ডাক্তারদের ফোন করে বিষয়টি জানালে তারা দ্রুত নগরীর জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে এইচডিইউ তে ভর্তি করানো হয়।প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কিছূটা স্বস্তি ফিরেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে তার করোনা উপসর্গ নেই বলে জানিয়েছেন তারা।
মেট্রোপলিটন হাসপাতালর মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন ‘শারীরিকভাবে অসুস্থবোধ করায় এমএ লতিফকে সিসিউতে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানিয়েছেন সিসিইউতে দায়িত্বরত চিকিৎসক।’আগেও তার বেশকিছু শারীরিক সমস্যা ছিল বলে পারিবারিক সুত্রে জানা যায়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।