নিউজ ডেস্কঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ টি ল্যাবের করোনা পরীক্ষা করা হয় এতে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৫৬ জন চট্টগ্রামে নতুন কর রোগী শনাক্ত হয়েছেন ১৫৬ জন। ৫২৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জন শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।আজ শনিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডি’তে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ৫২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।