নিউজ ডেস্কঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় মগনামা আফজলিয়া পাড়া সাবেক সমাজপতি আবু ছৈয়দের বসত ঘরে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ৭ জুন রবিবার রাত ৩ টার দিকে। বাড়ির দুই পাশে সিঙ্গার দিয়ে ভিতরে প্রবেশ করে চুরি করে। আবু ছৈয়দ জানান চোরের দল আমার বসত ঘরে ঢুকে ১০ হাজার পাঁচ শত টাকা এবং একটি j7 সামসন মোবাইল ফোন যার মূল্য ১৮ ৯০০টাকা নিয়ে যায়।
আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার বলেন,কিছু দিন আগেও একবার চুরির চেষ্টায় ব্যর্থ হয়েছিল চোরের দল। তখনো আমরা এলাকার সবাইকে জানিয়েছি। আজ রাতে দুইটা পর্যন্ত আমরা জেগে ছিলাম তিনটার পরে আমরা যখন ঘুমিয়ে যায় তখন অভিনব কায়দায় চুরি করে আমাদের ঘর। এ ব্যাপারে আমরা আইনের আশ্রয় নিচ্ছি। চোর কে আমরা অনুমান করতে পারছি। তবে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে জানানোর পর যা যা করার করবো।