বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা (শহীদ পরিবারের) সন্তান আলহাজ্ব লায়ন মোঃ কামাল উদ্দিন (৬১) অদ্য দিবাগত রাত ২.১০ মিনিটে ইন্তেকাল করেছেন। শহীদ মোস্তাফিজুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ভাই, ২ বোন, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ সকাল ১১ টায় মরহুমের হাজী মুন্সি খয়রাতি চৌধুরী মিয়া বাড়ী সম্মুখে মাওলানা নুর মোহাম্মদ নুর মোহাম্মদ আলকাদেরীর ইমামতিতে জানাযা নামাজ সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
তার মৃত্যুতে এলাকায় সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে ১২নং সরাই পাড়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছাবের আহমদ সওদাগর, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন ও বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশন চট্টগ্রামের আলী আশরাফ মজুমদার, কন্ট্রাকটরস্ মোহাম্মদ নওফেল আহমদ, মোঃ মাহামুদুর রহমান মাহমুদ, মোঃ নুরুল আলম রাহাত, মোঃ আবুল মনসুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।
শোক পকাশ করেন পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদ, ছেনোয়ারা মোস্তাফিজ ফি-ফ্রাইডে ক্লিনিক, হাজী খয়রাতি মিয়া চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা, পাহাড়তলী মানবকল্যাণ ফাউন্ডেশন, হাজী খয়রাতি চৌধুরী জামে মসজিদ, ভেলুয়ার দিঘী জামে মসজিদ, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং গার্ডেন সিটি, সরাই পাড়া ঝির্গঝ্যাক ক্লাব, আঞ্জুমানে মফিদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম, চীন মৈত্রী সমিতি,
চট্টগ্রাম ডায়াবেটিকস্ হাসপাতাল, লায়ন্স ব্ল্যাড ব্যাংক, পাহাড়তলী বণিক সমিতি, বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি, পাহাড়তলী আল আমিন সমবায় সমিতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং এক্সিলেন্ট সিটি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশন চট্টগ্রাম, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি, সিটি কর্পোরেশন সরাইপাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন ও সংগ্রাম কমিটি, বাংলাদেশ রেলওয়ে ঠিকাদার কল্যাণ সমিতি, ফেনী ভেলুনিয়া ক্লিয়ারিং ফরওয়াডিং এসোসিয়েশন, চিটাগাং কাষ্টমস্ ক্লিয়ারিং ফরওয়াডিং এসোসিয়েশন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।