নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামের (৫০) করোনা নেগেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। অথচ করোনা ভাইরাস শনাক্তের আশংকায় তার নিজ উপজেলা রাউজান থেকেই লাশটি দাফনে বাধা দিয়া হয়েছে রাঙ্গুনিয়ায় ফেরত পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এমনকি তার প্রতিবেশি স্বজনরাও খারাপ আচরণ করেছিল এই সময় তার সাথে।
পরে কর্মসূত্রে থাকা তার ভাড়া বাসা রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে রাঙ্গুনিয়া থানা পুলিশ, গাউছিয়া কমিটি ও স্থানীয় তরুণদের সহায়তায় লাশটি দাফন করা হয়েছে।এদিকে আজ শুক্রবার (১২ জুন) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জনের নমুনা প্রতিবেদন আসে। গত ৬ তারিখ ২ জন এবং ৯ তারিখ বাকী ২৯ জন এই নমুনা দিয়েছিলেন। এরমধ্যে ৯ তারিখের নমুনায় রাঙ্গুনিয়ায় আরও ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যেখানে আক্তান্তের তালিকায় ৬ জন পুলিশও রয়েছেন।
যারা রাঙ্গুনিয়ার রাণীরহাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। বাকী ৪ জন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছর বয়সী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা যিনি সংযুক্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত, রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড নোয়াগাও এলাকার ৩৮ বছর বয়সী ১ জন, চন্দ্রঘোনা কলাবাগান এলাকার ৩২ বছরের যুবক এবং অন্যজন হলেন সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গে মারা যাওয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার ৮৫ বছরের বৃদ্ধ।
করোনায় আক্রান্ত ৬ পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং বাকী তিন জন হোম আইসোলেশনে আছেন। এই তিনজনের বাড়ি লকডাউনল করেছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এই তথ্য জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র আরও জানা যায়, আজ শুক্রবার পর্যন্ত রাঙ্গুনিয়ার মোট ৭৩ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪ জন সুস্থ বাড়ি হয়ে ফিরেছেন, এবং মৃত্যু বরণ করেছেন ৩ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নয় জন। আজ শুক্রবার ১২ জুন পর্যন্ত ৩৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ৩১৯ জনের প্রতিবেদন এসেছে।