ছাতক সুনামগঞ্জ::
ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএমএর ব্যাক্তিগত মোবাইল ফোনটি টিউটি কালীন সময় হারিয়ে যায়।হারিয়ে যাওয়া iPhone X10 ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন বিশ্বনাথ থানার দীঘলি পূর্বপাড়া গ্রামের আব্দুল হান্নান এর পূত্র জিয়াউর রহমান (১৭) বয়সের তরুন যুবক। মোবাইল সেটটি পৌঁছে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়াউর রহমান।গত বৃহস্পতিবার ১১ই জুন বিকেলে ফোনটির মালিক এসআই হাবিবুর রহমান পিপিএম এর কাছে হস্তান্তর করেন বাবা ও ছেলে।
জিয়াউর রহমান প্রতিনিধি কে বলেন, অন্যের মোবাইলের প্রতি আমার কোনো লোভ-লালসা নেই। মোবাইলটি পাওয়ার পরই যত দ্রুত সম্ভব সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য আমি যোগাযোগ করি।এসআই হাবিবুর রহমান পিপিএম সততায় মুগ্ধ হয়ে জিয়াউর রহমান তাঁর প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দোয়া করি সে যেন এই পৃথিবীতে আলোকিত মানুষ হিসেবে পরিচিত লাভ করেন।জিয়াউর রহমান ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হইতে এসএসসি পাশ করেন।