চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামে,মদনা আমজাদ বিশ্বাস সুপার মার্কেট এর ক্লাবে এবং মদনা স্কুল-মাঠের আগান-বাগানে ও ফিল্ডিতে কার্ড খেলা নিয়ে জুয়া আড্ডা বসানো হয়েছে এতে প্রতি-নিয়োতো।,,জুয়া খেলছে দিনে এবং রাতে। এমন কি মদনা গ্রামের গর্ণ-বান্য ব্যাক্তিরাও এই ক্লাবের খেলার সাথে জড়ীতো রয়েছে। (গর্ণ-বান্য ব্যাক্তিদেরকে এলাকার কিছু সচেতন যুবক অনুরোধ করেন, আপনারা জুয়া খেলা থেকে সরে আসুন তা না হলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো
নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবক অজানা বাংলাদেশকে বলেন প্রাশাসন যোদি ব্যাবস্থা নেয়.! তা হলে হয়তো যুব সমাজ ধংশের পথ থেকে ফেরত আসতো।আমরা সবাই সচেতন হয় এবং সবাইকে সচেতন করি। খবর পেয়ে সরোজমিনে সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেন জুয়ারিরা।